মধুপুরে স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতা ও শিক্ষার্থীদের উপবৃত্তি চালুর দাবীতে মানববন্ধন করেছে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট।
রবিবার (৫ জুন) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে মধুপুর উপজেলা শাখা স্বতনত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এ মানববন্ধনের আয়োজন করে।
স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট মধুপুর উপজেলা শাখার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক, মাগন্তি নগরের জালাল উদ্দিন, মহিষমারার জামাল হোসেন, দড়িহাতিলের নাসির উদ্দিন, চাকÐের রিনা বেগম, নরকোণার বেলায়েত হোসেন ও বানিয়াবাড়ী মাদ্রাসার সভাপতি আব্দুল গফুর প্রমুখ।
মানববন্ধনে মধুপুরের ত্রিশটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করে। মানববন্ধনে তারা মাদ্রাসা জাতীয়করন ও শিক্ষার্থীদের উপবৃত্তি চালুর দাবী জানান। পরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply