টাঙ্গাইলের মধুপুরে দুই ডায়াগনস্টিক সেন্টারের সনদ না থাকায় সিলগালা এবং একটি ওষধ ফার্মেসীতে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৯ মে রবিবার দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ সায়েদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ন্যায় মধুপুরেও এ অভিযান কালে মধুপুরের ময়মনসিংহ রোডের বাণী সিনেমা সংলগ্ন কারা ডায়াগনস্টিক সেন্টার ও কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুরের ভাই ভাই ডায়াগনস্টিক সেন্টারের সনদ না থাকায় সিলগালা করা হয়। একই সাথে কাকরাইদের একটি ফার্মেসীতে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ সায়েদুর রহমান নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ফাতেমাতুজ জহুরা, পুলিশ ও সাংবাদিবৃন্দ।
এ ব্যাপারে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ন্যায় মধুপুরেও এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে সনদ না থাকায় পৌর শহরের কারা ডায়াগনস্টিক সেন্টার ও পিরোজপুরের ভাই ভাই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং একটি ফার্মেসীতে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply