1. admin@bangladeshbarta71.com : admin :
শনিবার, ০৮ অক্টোবর ২০২২, ০৫:২২ পূর্বাহ্ন

বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ২২১ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।

বুধবার (৪ মে) সকালে ফরিদগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ফরিদগঞ্জের ওয়ালী ডাক্তার বাড়িতে মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে মাছের ঘের দেখতে যান। সেখান থেকে তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে অচেতন অবস্থায় তাকে দেখেন। রুবেলকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার ছোট ভাই সোহেল হোসেনও (২৪) অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে তাদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দু’জনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বজনরা সোহেলের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর