আমি তো আমিই
আমি এতোটা মুক্তমনা নোই
আমি তো পদ্ম পাতার জমা
এক ফোটা শিশির বিন্দু মাত্র।
আমি তো নোই
বিস্তীর্ন সমুদ্রের অপার জলরাশী
নোই প্রভূত পয়োধির প্রকান্ড তরঙ্গ।
আমি সহস্র তারকার মাঝের
একটুখানি চাঁদের আলো।
আমি অন্ধকার রাতে
আলো দেওয়া জোনাকি।
আমি তো নোই
অভূর্যদয়ী রমনী।
আমি নিষ্প্রভ প্রনয়িনী।
আমি কারো গল্পের
কারূক নোই
আমি কবি।
আমি সহস্র গোলাপের মাঝে
একটি বেলির অংকুর।
আমি সহস্র প্রেমিকের
প্রেমিকা নোই
আমি প্রভুর প্রেমে মশগুল।
আমি তো আমিই
আমি আমাকে চিনি
আমি আমাকে করিতেপারি উপলব্ধি।
Leave a Reply