সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা সারাদেশে আয়োজন করা হবে। ৬১ জেলায় এ পরীক্ষা হবে। এ কারণে আবারও পরীক্ষার সময় পিছিয়ে ২২ এপ্রিল শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
চলতি সপ্তাহে এ বিষয়ে নির্দেশনা জারি করার কথা রয়েছে বলে জানা গেছে।
ডিপিই থেকে বলা হয়, ২২ এপ্রিল থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে। ৬১ জেলায় এ পরীক্ষা হবে। পার্বত্য তিন জেলায় নীতিমালা অনুযায়ী জেলা পরিষদের তত্ত্বাবধানে এ পরীক্ষা আয়োজন করা হবে।
Leave a Reply