টাঙ্গাইলের মধুপুরে কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকালে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস এম শহীদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ছরোয়ার আলম খান আবু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো বজলুর রশিদ চুন্নু, মধুপুর প্রেসক্লাব সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আনোয়ার সাদাৎ ইমরান, মেজবাহ উদ্দিন আহমেদ, আব্দুল লতিফ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু মধুপুর প্রেসক্লাব উন্নয়নে ৫ লক্ষ টাকার অনুদান ও প্রেসক্লাব সাংবাদিকদের জন্য একটি ওয়াশরুম করে দেয়ার ঘোষণা দেন। তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে ভালবেসে সবাই মিলে মিশে মধুপুর উপজেলাকে উন্নতির দিকে ধাবিত করতে কাজ করতে হবে।
পরে যুগান্তরের বর্ষ পুর্তিতে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply