আমাদের ঘেঙ্গান
মাহবুবা মুনিরা
আজো কেন বাতাসে বাতাসে
মিশে আছে হাজারো আর্তনাদের গন্ধ?
আজো কেন বাংলার জমিনে
লক্ষ লক্ষ মানবের হাহাকার?
আজো কেন মায়ের আঁচল ধরে
হাজারো সন্তানের চিত্কার,
ভাত দে ভাত খামু!
আজো কেন বাবা-মার চোখ থেকে
অশ্রু গড়িয়ে পড়ে
সন্তানকে খাবার না দিতে পারার?
আজো কেন আমরা পারিনা
রোজগার করে দু বেলা দু মুঠো খাবার?
আজো কেন নেই আমাদের সেই স্বাধীনতা?
আমাদের আর্তনাদ, হাহাকার,
না খেয়ে থাকার দিন তো শেষ করেছি সেই কবেই।
আমরা আর্তনাদ করবোনা বলেই যুদ্ধ করেছি।
আমরা না খেয়ে মরব না বলে যুদ্ধ করেছি।
আমাদের হাহাকার থাকবেনা বলে যুদ্ধ করেছি।
যুদ্ধ করে সফলও হয়েছি
তবে আজো কেন চারিদিকে আর্তনাদের গন্ধ,
হাহাকারের উত্তাপ,
কেন চারদিকে না খেয়ে থাকা মানুষের চিত্কার?
দেশটাকে স্বাধীন করেছি সেই কবে
পৃথিবীর মানচিত্রে জায়গাও করে নিয়েছি।
Leave a Reply