টাঙ্গাইলের মধুপুরে বেসরকারী উন্নয়ণ সংস্থা ব্র্যাক এর নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারী) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক এর প্রত্যাশা-২ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ব্র্যাকের টাঙ্গাইল জেলা সমন্বয়ক সরকার হাসান ওয়াইজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবিনা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মধুপুুুুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিক রেইন্টিগ্রেশন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের টাঙ্গাইল জেলা কো-অর্ডিনেটর মো. শামসুজ্জামান। এ কর্মশালায় জন প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী, সরকারী বেসরকারী প্রতিনিধি, সাংবাদিক ও ফোরাম কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply