গাজীপুরের কালিয়াকৈরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে উপজেলার বরাব বেগমপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা বরাব এলাকার বেগমপুরে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর তুলার কারখানায় শুক্রবার তিনটার সময় আগুন লাগে। পরে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।
এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় কারখানার কর্তৃপক্ষ কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ফোন করেন। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসলে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সাইফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি।
Leave a Reply