ফাওয়াদ আলমের ফিফটির জন্য অপেক্ষা করছিল পাকিস্তান। খালেদ আহমেদের বলে সিঙ্গেল নিয়ে ফিফটিতে পা রাখেন তিনি, দলের রানও স্পর্শ করল ৩০০। ইনিংস ঘোষণা করে দিলেন পাক অধিনায়ক বাবর আজম।
৯৬ বলে ফাওয়াদ স্পর্শ করেন ফিফটি। ১৫ টেস্টে তার দ্বিতীয় ফিফটি এটি, সেঞ্চুরি আছে ৫টি। রিজওয়ান অপরাজিত থেকে যান ৫৩ রানে।
পাকিস্তানের তিনশ এলো ৯৮.৩ ওভারে। তাদের একশ আসে ৩৬ ওভারে, পরের একশ ৩৫.২ ওভারে। তৃতীয় একশ চলে ধরা দেয় ২৭.১ ওভারে।
এদিকে অভিষেক টেস্টে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান টিকলেন মাত্র ৭ বল। অফ ব্রেক বোলার সাজিদ খানের অফ স্টাম্পের বাইরে কিছুটা ঝুলিয়ে দেওয়া বলে খোঁচা দিয়ে স্লিপে দাঁড়ানো অধিনায়ক বাবর আজমকে ক্যাচ দেন মাহমুদুল।
পাকিস্তানের ১ম ইনিংস : ৯৮.৩ ওভারে ৩০০/৪ (ডি.) (আগের দিন ১৮৮/২) (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০*, রিজওয়ান ৫৩*। ইবাদত ২৩-৩-৮৮-১, খালেদ ১৭.৩-৫-৪৯-১, সাকিব ১৯-৭-৫২-০, তাইজুল ২৫-৬-৭৩-২, মিরাজ ১৪-২-৩৭-০)।
Leave a Reply