1. admin@bangladeshbarta71.com : admin :
মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১০:২৮ অপরাহ্ন

যে যাওয়ার সে যাবেই

কবি হাবিবুর রহমান
  • আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১৫২ বার পঠিত
যে যাওয়ার সে যাবেই
-হাবিবুর রহমান
যে চলে যাওয়ার সে যাবেই
অজস্র চেষ্টাতেও তাকে ধরে রাখা যাবে না; যায় না
ঠুনকো অজুহাতে অবুঝের মতো নিষ্ঠুর অভিমানে
মাথার উপর হাজারো দোষের পর্বত ঠেলে দিয়ে,
নিজেকে দুধে ধোয়া তুলসি পাতা ভেবে,সে চলে যায়।
যে চলে যাওয়ার সে যাবেই
তাকে ধরে রাখা যায় না, যাবে না।
অহেতুক কয়েক দিনের মিথ্যে স্মৃতির ভুবন গড়ে
যন্ত্রণার দগ্ধ অগ্নিকূপে ধাক্কা দিয়ে,
বাতাসে মিশে অদৃশ্য হয়ে যায়।
নিজের লুকানো যোগাযোগবিহীন প্রান্তরে
অদেখা অজানার অভিনয়ে
সব স্মৃতি কথা ভুলে দিব্যি ঘুরে বেড়ায়
ভালোবাসার সবগুলো দরজা -জানালা বন্ধ করে।
ফেলে যাওয়া সব ধুয়ে মুছে,নতুনের ছবি আঁকে,
যে যাওয়ার সে যাবেই।
কি হবে চিন্তায় আর অনুভবে পিছু ফিরে!
কষ্ট পোষে,দুঃখকে দোষে
চোখের কোনে সাগর জমিয়ে
বৃথা ভাবনায় সময় গড়াবে
জীবন খাতার পাতায় পাতায়
ভাবনার কষ্টের ফসল শূন্যতায় ভরা
যে যাওয়ার সে যাবেই।
আজন্মা গাছের ছাল,ঢেঁকির রক্ত
বাতাসের ডগার বড়ি বানিয়ে খাওয়ালেও
যে যাওয়ার সে যাবেই।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর