মধুপুরে আসন্ন ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী, নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাদিকুল ইসলাম, মো. মজিবর রহমান প্রমূখ।
জেলা প্রশাসক মো. আতাউল গণি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। প্রার্থী এলাকাবাসী মিলে ভোটকে উৎসব মনে করতে হবে।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকলের সহযোগিতা প্রয়োজন হবে। যদি কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে নির্বাচন গ্রহণ যোগ্য করবে।
Leave a Reply