আমি তো সেই
মাহবুবা মুনিরা
আমি অক্লিষ্ট, অমত্ত, অচঁচল
অক্ষুব্ধ, নিরুদ্বেগ, অবিচল।
আমি তো সেই।
আমি নিস্তরজ,নিথর, অভিক্ষিপ্ত
অত্রুোধ,অঘোর,সুধীর,অচঁচলচিত্ত।
আমি তো নোও
অবাধ,অশৃন্খলিত,নিনির্গড়
অবাধ্য,দুর্র্ধষ,দূর্দান্ত।
নোই অধৃষ্য,অদম্য,দাঙ্গাহাঙ্গামা পূর্ণ।
আমি তো সেই।
যার নেই কোনো
আসার আত্মারশ্লঘা।
নেই আসার দম্ভ ঠেকার।
আমি তো সেই।
যে প্রেয়,দৃঢ়,শ্রেয়।
আমি শিব,সদয়, সুশীল।
আমি তো নোও
নিছনি, ব্যসন,অনিষ্ঠ।
নোও অশ্রেয়, অশিব,দুর্বৃত্তি।
আমি ত্রপাবতী
আমি তো সেই ত্রপাবতী।
আমি তো নোও
বেহায়া,দাম্ভিক,উদ্বত।
নোও প্রগম্ভ,ধৃষ্ঠ, নির্ভিক।
আমি তো সেই ত্রপাবতী।
আমার অনুভূতি,অনুষঙ্গি,আনুরুক্তি
কাব্য বিরচন, চিত্রিতকরা।
আমার মনোনয়ন
আমাকে আমার মতো করে থাকতে দাও।
স্বয়ন নিজেই নিজেকে গুছিয়ে নিয়েছি।
যেটা জানিনা জানিনা সেটা না জানাই থাক।
সর্ব জানলে উৎকৃষ্ঠ জীবন।
আমি তো সেই।
আমি তো সেই ত্রপাবতী।
Leave a Reply