চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গভীররাতে ২০ হাজার ইয়াবাসহ কারবারি মো. বাবুল (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার বাবুল উপজেলার হাছনদন্ডি কাজীরপাড়া এলাকার আহাম্মদ কবিরের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, তদন্তকেন্দ্রে কর্মরত এস আই বিল্লাল হোসেন ফোর্সসহ দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপর গোপন সংবাদের ভিত্তিতে গভীররাতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত ডাম্পার-ট্রাকসহ মাদক কারবারি বাবুলকে আটক করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply