২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে চলেছে এই ক্রিকেট বিশ্বযুদ্ধ। ২০২২ এর ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের এই আসর। আর ফাইনাল হবে ১৩ নভেম্বর।
আইসিসি জানিয়েছে, সাতটি শহরে হবে এই টুর্নামেন্ট। সেগুলো হলো ব্রিসবেন, গিলং,হোবার্ট, পার্থ, সিডনি, অ্যাডিলেড ও মেলবোর্ন। ৯ নভেম্বর সিডনি ও ১০ নভেম্বর অ্যাডিলেডে হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হবে মেলবোর্নে।
এর আগে ২০২০ সালে মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল মেলবোর্নে। সেই ম্যাচে রেকর্ড ৮৬ হাজার ১৭৪ দর্শক হয়েছিল।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েদের বিশ্বকাপের সাফল্য বিচার করে ২০২২ সালের ছেলেদের বিশ্বকাপের সূচি তৈরি করা হয়েছে। ইতোমধ্যেই ১২টি দেশ ছাড়পত্র পেয়েছে। কিন্তু আরও আটটি দলকে যোগ্যতা অর্জন করতে হবে।
আগামী বছর ওমান ও জিম্বাবুয়েতে হবে যোগ্যতা অর্জন পর্ব। সেখানে নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং আরও চারটি দেশ খেলবে। তাদের নাম অবশ্য এখনো জানায়নি আইসিসি।
Leave a Reply