1. admin@bangladeshbarta71.com : admin :
শনিবার, ০৮ অক্টোবর ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ

বাংলাদেশ বার্তা ৭১
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সকালে বাংলাদেশ উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার দূরে ভারত উপকূলের কাছাকাছি অবস্থান করছিল নিম্নচাপ। এটি আরও ঘনীভূত হতে পারে। তবে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা কম। এর প্রভাব বাংলাদেশ উপকূলে তেমন থাকবে না।

তিনি আরও বলেন, অনেক দূরে অবস্থান করায় কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর কিছুটা উত্তাল রয়েছে। কয়েক দিন পরে নিম্নচাপের প্রভাব কেটে গেলে বৃষ্টির আভাস রয়েছে। তবে শেষ পর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘জাওয়াদ’।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর