রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে । আগুনে সোয়ারীঘাটে জুতার কারখানাটি ধোঁয়ায় ভরে যায়। এ সময় ভেতর থেকে বের হতে না পেরে ধোঁয়ায় শ্বাসরোধে ওই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ আগুন লাগে । ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে পুরান ঢাকা এলাকায় সব ধরনের দাহ্য পদার্থের গোডাউন বা কারখানার অনুমোদন দেওয়া বন্ধ রাখলেও ওই কারখানাটি খোলা ছিল।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেছেন, কারখানাটিতে জুতার সোল তৈরি হতো । প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না । তবে আগুনে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। মরদেহ শনাক্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
Leave a Reply