ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফিরোজ মোর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম (২৪) নামে দুই সহোদর নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুই ভাই গাজীপুর নয়পুর থেকে গ্রামের বাড়ি জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিলেন।
ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় আসেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply