হেমন্ত
এম হাবীবুল্লাহ
সোনার ধানে মাঠ ভরেছে
মন নেচেছে কৃষকের
সারা মাঠে বান ডেকেছে
ডাক এসেছে নবান্নের।
শিশির ভেজা ঘাসের ডগায়
মুক্তো হাসে ঝিলমিল
মেঘমুক্ত আকাশজুড়ে
সূর্য হাসে খিলখিল।
গন্ধরাজের গন্ধ নিয়ে
শরৎ শেষে আগমণ
ঠান্ডা হাওয়ার পরশ দিয়ে
শীতল করে প্রাণ ও মন।
Leave a Reply