টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। লিটন দাসের পর অল্পতেই বিদায় নিলেন সাকিব আল হাসান
শুরুটা স্বস্তির, ফিরলেন লিটন দাস
বিশ্বকাপে প্রথমবার উইকেটবিহীন পাওয়ার প্লে কাটানোর কাছাকাছি গিয়েও পারল না বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নিলেন লিটন দাস।
লাহিরু কুমারার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে জায়গা বানিয়ে লফটেড অফ ড্রাইভ খেলেন লিটন। কিন্তু বলের নিচে যেতে পারেননি। তাই মিড অফ ফিল্ডারের নাগালের বাইরে রাখতে পারেননি বল। মারে ছিল না তেমন জোর। একটু লাফিয়ে ক্যাচ নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
১৬ বলে ১৬ রান করে আউট হলেন লিটন। ৫.৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪০। আগের তিন ম্যাচে তার রান ছিল ৫, ৬ ও ২৯।
প্রথম চার ওভারে দলের চার পেসারকে ব্যবহার করেছে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙতে করতে পারেনি তারা। রানের গতি খুব বেশি না হলেও বাংলাদেশকে স্বস্তির শুরু এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও লিটন দাস।
Leave a Reply