মধুপুরে ধরাটি গ্রামে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের ধরাটি গ্রামে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু শুক্রবার বিকেলে ওই খেলা উদ্বোধন করেন। ধরাটি একতা ক্লবের সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভপতি ও পৃষ্ঠপোষক মো. আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাসুদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাদিকুল ইসলাম, অরণখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহা তালুকদার প্রমূখ। এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করেন। উদ্বোধনী খেলায় মমিনপুর একাদশ ৪-৩ গোলে আমলীতলা একাদশকে পরাজিত করে।
Leave a Reply