মধুপুরে ব্যাটারি চালিত রিক্সা থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ। উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এসে শনিবার সকালে অটোবাইক সমিতির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন দুই শতাধিক রিক্সা চালক ও মালিকরা। এ সময় রানিয়াদ গ্রামের আব্দুস সামাদ, কালামাঝি গ্রামের জিয়ারুল ইসলাম, বোয়ালি গ্রামের আলম, রানিয়াদ গ্রামের বকুল মিয়া, রফিকুল ইসলামসহ অনেকেই অভিযোগ তুলে তারা বলেন, কিস্তি দিমু না সড়কে চান্দা দিমু। অটোরিক্সা নিয়া মধুপুর আইলেই চান্দা দেওন লাগে বিশ টেকা। বিশ টেকা দিলে সারা দিন মাফ। পরের দিন আবার টেকা দেওন লাগবই। নইলে রিক্সার সিট খুইলা নিয়া যাবোগা। সিট খুইলা নিলেই ৫০-২০০ টাকা। দুই ঘন্টা পর মুক্তি। আবার অটোবাইক সমিতির সদস্য না অইলে রিক্সা চালান যাবোনা মধুপুরে। সদস্য হতেও ১৫শ টাকা। অহন আমরা কি করমু? এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু অভিযোগ শুনে বিষয়টি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামালের নিকট অভিযোগকারিদের ৫ সদস্যের প্রতিনিধি দল প্রেরণ করেন। এ ব্যাপারে মধুপুরের অটোবাইক সমিতি থানা মোড় শাখার সভাপতি মোজাম্মেল হক তুলা বলেন, মধুপুরে যানজট নিরসনের জন্য অটোরিক্সার লাল, সবুজ মার্কিং করা হয়েছে। লালগুলো আজ চললে কাল চলবে সবুজগুলো। যেগুলো শৃঙ্খলা ভঙ্গ করে সেগুলো নিয়ন্ত্রণের জন্য সিট খুলে নেওয়া হয়। আধঘন্টা পর আবার সেগুলো ছেড়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, আমরা ব্যাটারি চালিত রিক্সার মালিকদেরকে আমাদের সংগঠনের সদস্য হতে বলেছি। যাতে করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহজ হয়। রিক্সা চালক আব্দুস সামাদসহ ৫জন থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামালের নিকট তাঁদের সমস্যাগুলো উপস্থাপন করেন। এ ব্যাপারে ওসি তারিক কামাল অভিযোগ নিয়ে আসা ব্যাটারি চালিত রিক্সা চালক ও মালিকদের তালিকা রোববারের মধ্যে জমা দিতে বলেছেন। পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
Leave a Reply