টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সামিউল হক (৫০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার দুপুরের দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর বানিয়াজান নামক স্থানে এ মর্মান্তিক দুঘটা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস বানিয়াজান নামক বাসস্ট্যান্ডে এসে পিছন থেকে মোটর সাইকেলে চাপ দিলে ঘটনাস্থলেই সামিউলের মৃত্যু হয়। নিহত সামিউল হক জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সিরাজবাদ গ্রামের মৃত আঃ রফিকের ছেলে। নিহতের স্বজনরা জানান, বাসটি সনাক্ত করতে না পারায় আমরা আইনি কোন পদক্ষেপ নিতে পারছি না। তবে এ বিষয়ে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply