মোঃ হাবিবুর রহমান
পড়াশোনায় মন্দ বলে
বাবায় মারে ইচ্ছেমতো
রাগী মায়ের ধমক খেয়ে
লোপ পায় আমার বুদ্ধি যত।
দেখি চোখে সরিষার ফুল
অবিরত করি যে ভুল
মা’রের সাথে বকা খেয়ে
দিতে হয় যে ভুলের মাশুল।
রোজই ঘটে কান্ড এমন
বদল হয় না কিছু
কষ্টগুলো কষ্ট হয়েই
লেগে থাকে পিছু।
Leave a Reply